নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:২৬। ৭ নভেম্বর, ২০২৫।

৬৬ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

নভেম্বর ৬, ২০২৫ ১০:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি ও আপত্তি যাচাইয়ের জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছ ইসি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অভিযোগ নিষ্পত্তির পর ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। এ ছাড়া, আরও ১৬টি সংস্থার বিষয়ে অতিরিক্ত সময় নিয়ে যাচাই করা হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে নিবন্ধনে আগ্রহী যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। আগ্রহী সংস্থাগুলোকে গত ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) দাখিল করতে বলা হয়।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নং–১০৫) থেকে পাওয়া যায়। একই সঙ্গে এগুলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd)-তেও উন্মুক্ত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের পুরোনো নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে নাসির উদ্দিন কমিশন। এই নতুন নীতিমালার আওতায়ই বর্তমান নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ৯৬টি দেশি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছিল। তবে নতুন নীতিমালার অধীনে এখন থেকে পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে নতুন নিয়মে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধনের প্রথা শুরু হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধিত হয় এবং প্রায় ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

ইসি কর্মকর্তারা জানান, নতুন নীতিমালার আওতায় এবার পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে, যাতে নির্বাচনি কার্যক্রমের ওপর আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।