নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:০৯। ১৬ অক্টোবর, ২০২৫।

৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত***

সেপ্টেম্বর ১৭, ২০২০ ৬:৩০
Link Copied!

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থতার কারণে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার এসব পরিচালককে অপসারণ–সংক্রান্ত আদেশে সই করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার পরিচালকদের অপসারণ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট কোম্পানির কাছে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের জেরে দালাল ধরতে তৎপর পুলিশ : আটক ২

তবে বিএসইসি সূত্রে জানা গেছে, যে ৯টি কোম্পানির ১৭ পরিচালককে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ইনস্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২৫

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুরুতে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ যে ৬১ পরিচালককে চিঠি দেওয়া হয়েছিল, তার মধ্যে ২৫ জন পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে বাজার থেকে শেয়ার কিনে আইন পরিপালন করেছেন। ১৯ জন পরিচালক শেয়ার কিনতে না পারায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বাকি ১৭ জন শেয়ারও কেনেননি, আবার পদেও রয়ে গেছেন। তাই এসব পরিচালককে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’

এদিকে, পরিচালকদের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ ছাড়াও উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের আলটিমেটাম দিয়ে আলাদা চিঠি দেয় বিএসইসি। এর মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণের আলটিমেটাম শেষ হলেও ৩০ শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত আলটিমেটাম এখনো শেষ হয়নি

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।