নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৫৫। ২৪ অক্টোবর, ২০২৫।

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

অক্টোবর ২৪, ২০২৫ ৪:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার কুঠিপাড়া এলাকার পদ্মা নদীর ধারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৬) এবং একই গ্রামের মৃত নোমান আলী মণ্ডলের ছেলে আব্দুর বশির (৪০)।

গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এম এ কুদ্দুস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি নৌকা যোগে পদ্মা নদী পথে মাদকদ্রব্য নিয়ে কুঠিপাড়া এলাকায় প্রবেশ করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালাই।”

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে গোলাম মোস্তফার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পাঁচটি পলিথিন প্যাকেটে রাখা ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন এএসআই মো. মজনু মিয়া ও এএসআই মো. শরিফুল ইসলাম। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত হেরোইন ও ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা, জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এসআই কুদ্দুস বলেন, “আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত।”

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীপথ দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মাদক প্রবেশ করে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

রাজশাহী জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নদীপথে মাদক আসা ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।”

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।