নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:০৩। ২৭ অক্টোবর, ২০২৫।

বাগমারায় বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

অক্টোবর ২৬, ২০২৫ ৯:৩২
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় হত্যা মামলার রায় পূর্নঃ বিবেচনার দাবী জানিয়েছেন মৃত্যুদ্বন্ড প্রাপ্ত বিএনপি’র নেতা মাহাবুর রশীদ রেন্টুর পরিবার। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবার মুক্তির দাবী জানিয়েছেন রেন্টুর মেয়ে আইন বিভাগে অনার্স পড়–য়া যারীন তাসনিম রাহী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহী বলেন, আমার বাবা বিএনপি করার অপরাধে আ’লীগের দোসরদের চক্রান্তমূলক হত্যা মামলার আসামী হয়েছেন। আমাদেরকে এতিম বানিয়ে আ’লীগের দোসররা এখন অনেকটাই ভাল আছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তৎকালীন ২০১০ সালে বাগমারার রাজু হত্যার রায়ে আমার বাবা সহ ৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। রাজশাহীতে হত্যা কান্ডের ঘটনা ঘটলেও ওই মামলায় আমার বাবাকে মিথ্যা ভাবে আসামী করা হয়। সম্পৃক্ততা না থাকলেও তার নাম আসে ওই হত্যা মামলায়। ওই মামলায় রাজনৈতিক চিন্তা ধারায় পরিকল্পিত ভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। ফাঁসির আসামী হওয়ায় বর্তমানে আমার বাবাকে কনডেম সেলে রাখা হয়েছে। দীর্ঘদিন কনডেম সেলে থাকার কারনে তিনি অত্যান্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাই তারা আদালতের রায়টি পূর্ণঃ বিবেচনা করে রাজু হত্যা মামলা থেকে রেন্টুর নাম প্রত্যাহারের দাবী জানান।

রাহী তার লিখিত বক্তব্যে বাগমারা উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন করেন, তার বাবা মাহাবুর রশীদ রেন্টুর কি বিএনপি’র রাজনীতি করা অপরাধ ছিল? দলের দুঃসময়ে তার দলের প্রতি দায়ীত্ব অবদান সবই কি বাগমারার বিএনপি ভুলে গেছে? তাই আমি সন্তান হিসেবে বাগমারার বিএনপি’র শীর্ষ নেতাদের প্রতি আমার বাবার মুক্তির জন্য সহযোগীতা কামনা করি। তিনি বলেন, বাবা তাদের পাশে না থাকার কারনে তাদের পড়াশোনার ব্যাপক সমস্যা হচ্ছে। তার মা একজন স্কুল শিক্ষক, তিনি যে পরিমান বেতন পান তা দিয়ে তাদের সংসার চালানো ও আমাদের পড়াশোনার খরচ মোটেই চলে না। তাই তিনি বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে তার বাবার মুক্তির দাবী জানান।

সংবাদ সম্মেলনে যারীন তাহসিম রাহী ছাড়া উপস্থিত ছিলেন তার মা স্কুল শিক্ষক সৈয়দা দিলরুবা আফরোজ সুইটি, ছোট বোন সাদিয়া তাহমিন মাহী।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।