নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:১২। ২৭ অক্টোবর, ২০২৫।

বড়াইগ্রামের গোরস্থানে পাওয়া গেলো মাগুরার ইটভাটার ম্যানেজারের লাশ!

অক্টোবর ২৭, ২০২৫ ৩:৩৯
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের একটি গোরস্থান থেকে মাগুরা জেলার একটি ইটভাটার ম্যানেজার আব্দুল মজিদ মোল্লা (৬৩)এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে মাগুরা জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে। সোমবার সকাল ৮টার দিকে বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ওই গোরস্থানের ভিতর গেটের পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই লাশের পাশে কিছু টাকাও পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে অন্য কোথাও লাশটি পড়ে ছিলো এবং আইনী জটিলতা থেকে দুরে থাকার জন্য কে বা কারা লাশটি এনে গোরস্থানে রেখে যায়।

পরে লাশটির আঙ্গুলের ছাপ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত আব্দুল মজিদ মোল্লা মাগুরার একটি ইট ভাটার ম্যানেজার ছিলেন।

গত ৪ মাস আগে তিনি বাড়ি ও এলাকা থেকে নিখোঁজ হন। কিভাবে তার মৃত্যু হয়েছে এবং নাটোরের প্রত্যন্ত গ্রামের গোরস্থানে কিভাবে তার লাশ এলো তার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।