নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:৫৫। ১ নভেম্বর, ২০২৫।

চুরির দায়ে গ্রেপ্তার নায়িকা, বিপাকে অঙ্কুশ

অক্টোবর ৩১, ২০২৫ ১১:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : কলকাতার বড়বাজার এলাকা থেকে ব্যাগ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে টালিউড অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও চুরির অভিযোগে আটক হওয়া এই অভিনেত্রীকে নিয়ে ফের খবরের শিরোনাম হয়; আর এতে বিপাকে পড়েন অভিনেতা অঙ্কুশ হাজরা। কারণ, সংবাদমাধ্যমে রূপার পরিচয় হিসেবে বারবার অঙ্কুশের সিনেমার নায়িকা ব্যবহার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত ১৫ অক্টোবর বড়বাজারে এক নারীর ব্যাগ চুরি হয়। ওই ব্যাগে প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, একটি বৈষ্ণোদেবী লকেটসহ প্রায় ২০ গ্রাম ওজনের সোনার চেইন, দুটি সোনার ব্রেসলেট এবং প্রায় ৪,০০০ ভারতীয় রুপি ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ রূপা দত্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

চুরির অভিযোগে এটি রূপা দত্তের প্রথম গ্রেপ্তার নয়। এর আগেও একবার তিনি আটক হয়েছিলেন। যেহেতু রূপা দত্ত অভিনেতা অঙ্কুশ হাজরার ‘কেল্লাফতে’ ছবিতে কাজ করেছিলেন, তাই সংবাদমাধ্যমে তার পরিচয় দেওয়ার সময় প্রায়শই ‘অঙ্কুশের নায়িকা’ বা ‘কেল্লাফতের নায়িকা’ শব্দটি ব্যবহার করা হয়।

এ নিয়ে অঙ্কুশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিরক্ত। কারণ, মনে হয় ওকে যেন আমিই মানুষ করেছি! ও যেটাই করুক, সেটা ওর পরিচয়। আমার কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই।’

অঙ্কুশ আরও বলেন, ‘আসলে আমি বুঝতে পারি, কেন আমার নামটা উঠে আসে। তার কারণ, বাংলার মানুষ যাতে চিনতে পারে, সেটাই তাদের একটা পরিচয় পেতে সুবিধা হয়, সেই জন্যই হয়তো দেওয়া হয় অঙ্কুশের ছবির নায়িকা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।