নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ২:২১। ৭ নভেম্বর, ২০২৫।

বই মেলায় বেড়েছে বিক্রি

নভেম্বর ৭, ২০২৫ ১:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বই মেলার শেষভাগে বেড়েছে বিক্রি। একই সঙ্গে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। তাই তুলনামূলক বই বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতবিার (৬ নভেম্বর) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠের বই মেলা প্রাঙ্গনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এই মেলা ৩১ অক্টোবর শুরু হলেও শেষ হবে আগামি শনিবার (৮ নভেম্বর)। শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় বেশি বই কেনা-বেচার আশা করছেন সংশ্লিষ্টরা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বই মেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের ৮১টি স্বনামধন্য লেখক ও প্রকাশনীর বই বিক্রির স্টল রয়েছে। তবে মেলা শুরুর আগের দিন বৃষ্টিতে মাঠের বড় একটি অংশে কাঁদা-পানি রয়েছে। তবে দর্শনার্থীদের ভোগান্তি কমাতে মাঠের বিভিন্ন স্থানে ইট বিছিয়ে দেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি ফিরলেও বিক্রির খরা কাটেনি।

মেলায় বই ক্রেতা মেহেরুন নেসা মীম বলেন, ‘পছন্দের অনেকগুলো বই মেলায় একসঙ্গে পাওয়া বই প্রেমীদের জন্য সুযোগ। আগে জাফর ইকবাল বা হুমায়ূন আহমেদের বই তেমন বিক্রি হতো না, কিন্তু এবার মানুষ আবারও আগ্রহ দেখাচ্ছে। আমি জাফর ইকবালের নতুন বই ‘অ্যাডভেঞ্চার মেঘাবতী’ কিনেছি।’ সময় প্রকাশ তার একটি বই প্রকাশ করেছে। বই কিনলাম। আশা করছি পড়েও ভালো লাগবে।’
দর্শনার্থী সালিম হাসান বলেন, ‘শুনেছিলাম বই মেলা হচ্ছে। আসব আসব করে সময় হচ্ছিল না। কয়েকটা বই পছন্দ হয়েছি। তবে কিনিনি। যেহেতু শুক্র ও শনিবার মেলা চলবে। শনিবার বই কেনার ইচ্ছে আছে। তবে মেলায় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটা আসলে ভালো লাগার বিষয়। এতে বোঝা যাচ্ছে মানুষ বইয়ের দিকে ঝুকছে।’

‘সময় প্রকাশ’-এর বিক্রেতা মো. মহিউদ্দিন জানান, ‘গত তিনদিনে বিক্রি কিছুটা কম হলেও এখন পরিস্থিতি কিছুটা ভালো। বিশেষ করে মোটিভেশনাল, সায়েন্স ফিকশন ও কিশোর উপযোগী বইয়ের চাহিদা বেশি। প্রথম দিকে বৃষ্টির কারণে লোকজন ঢুকতে পারেনি। কিন্তু ইট বিছানোর পর দর্শক বেড়েছে। আশা করছি শুক্রবার-শনিবার বিক্রি আরও বাড়বে।’
চট্টগ্রামের প্রকাশনা ‘চন্দ্রবিন্দু’-এর বিক্রেতা মুঈন ফারুক বলেন, ‘মানুষ মেলায় আসছে, বই দেখছে, কিন্তু কিনছে কম। অনেকে বুঝতে পারছেন না কোন বই নেবেন। আমরা পরামর্শ দিয়ে বই দিচ্ছি। আসলে প্রতিটি জেলাতে মেলায় দর্শনার্থী আসে বেশি, ক্রেতা কম থাকে। তবে এখানে শিশু-কিশোর থেকে সব বয়সের মানুষের দেখা মিলছে মেলায়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।