অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ ব্যাংককে। ২০১৯ সালেও এএফসির এই প্রতিযোগিতায় স্বাগতিক ছিল থাইল্যান্ড। ওই আসরের থাইল্যান্ড অ-২০ নারী দলের অধিনায়ক এই ড্র অনুষ্ঠানে পটগুলো থেকে দলের নাম তুলেছেন।
বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে অংশ নেওয়ায় চার নম্বর পটে ছিল। প্রতি পটে তিনটি করে দল ছিল। চার নম্বর পট দিয়ে ড্র শুরু হয়। প্রথমেই বাংলাদেশের নাম ওঠায় তারা ‘এ’ গ্রুপের চতুর্থ দল হয়। পরে তৃতীয় ও দ্বিতীয় পট থেকে প্রথমে ওঠায় ভিয়েতনাম ও চীন ‘এ’ গ্রুপের তিন ও দুই নম্বর দল হয়। থাইল্যান্ড স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল হবে, এটা আগেই নির্ধারিত ছিল।
চূড়ান্ত পর্বে ১২ দল তিন গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেভারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে আফিদাদের গ্রুপ রানার্স আপ কিংবা তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দল হওয়ার সম্ভাবনা থাকবে। কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট চার দল ২০২৬ সালে ফিফা অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
স্বাগতিক হওয়ায় থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলছে। বাছাই পর্বে আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ সেখানে তাদের সঙ্গী হয়েছে। লাওসে অনুষ্ঠিত বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ এশিয়ার ২০তম দেশ হিসেবে এএফসির এই আসরে খেলবে।
গ্রুপ ‘এ’- থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ
গ্রুপ ‘বি’- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান
গ্রুপ ‘সি’- জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

