স্টাফ রিপোর্টার : চাকরি দশম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় একযোগে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
নিজেদের ওপর চলা ‘বৈষম্যের প্রতিবাদে’ সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির’ আয়োজনে এই কর্মসূচিতে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
অনুষ্ঠানে রেজিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির (রিটস) কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে নয়, বরং রোগীদের কল্যাণে, স্বাস্থ্যসেবার স্বার্থে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমরা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের আধুনিক হাসপাতাল পর্যন্ত যারা রোগ নির্ণয়ের কাজ করেন, তারাই মেডিকেল টেকনোলজিস্ট। একজন রোগীর জীবন রক্ষায় যেমন সঠিক চিকিৎসা প্রয়োজন, সঠিক চিকিৎসার জন্য সঠিক রিপোর্টও প্রয়োজন। এই রিপোর্টের কাজটি করেন মেডিকেল টেকনোলজিস্টরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই পেশাকে বাংলাদেশে অবমূল্যায়ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় কালবিলম্ব করছে। অন্যান্য সম-মানের সকল ডিপ্লোমাধারীদের (উপ সহকারী প্রকৌশলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সরা) দশম গ্রেড দেওয়া হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন করুন।’
বক্তারা বলেন, ১০ম গ্রেডসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ কাজ করে যাচ্ছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে দশম গ্রেডের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইলের কাজে অত্যন্ত ধীরগতি পরিলক্ষিত হওয়ায় তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় জন প্রশাসন মন্ত্রণালয় থেকে অতি দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের ফাইল অগ্রগতি সম্পন্ন না হলে সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টারা একযোগে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে যেসকল দাবি তুলে ধরেন বক্তারা:
দশম গ্রেড বাস্তবায়ন: অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ) উন্নীত করা,
নতুন পদ সৃষ্টি ও নিয়োগ: সারাদেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী, ৫০ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদান করা,
পেশাগত মর্যাদা: মেডিকেল টেকনোলজিস্টরা সঠিক রোগ নির্ণয়ে সম্মুখযোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেন। তাদের পেশাগত মর্যাদার এই অবমূল্যায়ন দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, সুতরাং তাদের পেশাগত অধিকার অতি দ্রুত ফিরিয়ে দিতে হবে।
স্বাস্থ্য ঝুঁকি রোধ: করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করে যাচ্ছে। দশম গ্রেড বাস্তবায়ন হলে এই পেশায় মেধাবীরা উৎসাহিত হবে এবং স্বাস্থ্যসেবায় আরো মান বাড়বে।
রেজিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির সহ সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সালেহীন আবেদিন তানিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল হাওলাদার, মাসুম রেজা, মোজাম্মেল রাসেল, আহমদ আলি প্রমুখ। তারা অবিলম্বে এই ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

