নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:৪৩। ১৪ নভেম্বর, ২০২৫।

ট্রাইব্যুনালের বিচার এখন স্বচ্ছ, আদালতের ওপরই আস্থা রাখছে দল: জামায়াত সেক্রেটারি

নভেম্বর ১৩, ২০২৫ ১১:১৩
Link Copied!

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন স্বচ্ছ ও সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘চার্জ গঠন থেকে সাক্ষ্য—সবকিছুই এখন মিডিয়ার মাধ্যমে জাতি দেখতে পাচ্ছে। বিদ্যমান আইনে অপরাধের প্রমাণ পেলে আসামিদের সর্বোচ্চ সাজা প্রাপ্য। আদালত যেন কোনো অবিচার না করেন—আমরা সেটিই প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও–পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে’ এই ব্রিফিংয়ের আয়োজন করে দলটি।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে দেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। জনগণ এসব হত্যার বিচার চায়। সরকার ও ট্রাইব্যুনাল হাজারো চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে—এজন্য জামায়াত ধন্যবাদ জানায়।’

তিনি আরও বলেন, ‘সব হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে আদালত রায় ঘোষণা করবেন বলে আমরা আশা করি। পর্যায়ক্রমে সব মামলার রায় ঘোষিত হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি দলের মহাসচিব আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের কথা বলেছেন—এটি গণমাধ্যমে এসেছে। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। জামায়াত সেই ব্যাখ্যাকে ইতিবাচকভাবে দেখে, তবে জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। এটি প্রশ্নবিদ্ধ।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অপরাধী, খুনি, লুটেরাদের পক্ষে এই জাতির মাঝে ফিরে আসা সহজ হবে না। দেশের মানুষ তাদের চেনে ও প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুমকি দিয়েছিল, সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তি জনতার মুখোমুখি হওয়ার সাহস পায়নি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা এখন ফেরারি আসামি। দিল্লির আশ্রয়প্রশ্রয়ে তিনি ভারতের মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু দেশের মানুষ আজ প্রমাণ করেছে—আওয়ামী লীগের অপরাধ ক্ষমার অযোগ্য।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে—এসব আওয়ামী লীগের চোরাগোপ্তা তৎপরতা। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা নিরপেক্ষ নির্বাচনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে নতুন কোনো অপশক্তি আর দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।