নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:৫১। ১৫ নভেম্বর, ২০২৫।

স্ত্রীর গলাকাটা লাশের পাশেই পড়ে ছিলেন জখম স্বামী

নভেম্বর ১৫, ২০২৫ ১১:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফ্ল্যাট থেকে রহিমা খাতুন (৩০) নামে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী এমরান হোসেনকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ভোরে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা টাওয়ারের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের কসাই এমরান হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় কসাই এমরান তার স্ত্রী রহিমা ও মেয়ে শারমিনকে নিয়ে একতা টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাসায় ঢুকে এমরান ও রহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।

খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত এমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রহিমার মরদেহ মর্গে পাঠায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন আহম্মেদ বলেন, ‘লাশ উদ্ধারের পর তল্লাশি চালাতে গিয়ে এমরান হোসেনের পালস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।