নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:০৫। ১৫ নভেম্বর, ২০২৫।

সাবেক মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনু হকের কবর জেয়ারতে গিয়ে আহত বিএনপি নেতা

নভেম্বর ১৫, ২০২৫ ৭:১৫
Link Copied!

তানোর (রাজশাহী) প্রতিনিধি : শনিবার বেলা ১০ টার দিকে গোদাগাড়ীতে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হকের কবর জিয়াত করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে ইটের দেয়ালে লেগে মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, তার অবস্থা এখন আশংকা মুক্ত।

উল্লেখ্য, শনিবার বেলা ১০ টায বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাপাই নবাবগঞ্জে প্রোগ্রামের যাওয়ার পথে গোদাগাড়ীস্থ সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর মরহুম ব্যারিষ্টার আমিনুল হকের কবর জিয়ারতের পূর্ব নির্ধারিত কর্মসুচী ছিলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবর জিয়ারতে আসার আগ মুহুর্তে কবরের পার্শ্বে তিনি মাথা ঘুরে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে তানোর ও গোদাগাড়ী উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হাঠাৎ এমন ঘটনায় উৎকন্ঠার সৃষ্টি হয়। আহত বিএনপি নেতা মফিজ উদ্দিনকে হাসপাতালে নেযার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবর জেয়ারত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।