নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:২১। ১৭ নভেম্বর, ২০২৫।

রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহার

নভেম্বর ১৭, ২০২৫ ৫:৫০
Link Copied!

এসএম আব্দুর রহমান, পুঠিয়া : পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জুম্মার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড ভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ে রপদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিস্কারআদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।