নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৩৪। ২০ নভেম্বর, ২০২৫।

বিএমডিএ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি

নভেম্বর ২০, ২০২৫ ৪:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ প্রকল্প–এর আওতায় কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম। প্রশিক্ষণের কোর্স পরিচালক ছিলেন বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন— সিনিয়র কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান (কৃষি সম্প্রসারণ), মো. রিয়াদাত হোসেন (কনসালটেন্ট, মেডিকেল বিশ্ববিদ্যালয়), নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম।

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের মোট ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে এসডিজি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সেচ কার্যক্রমের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম মো. রফিকুল ইসলাম।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।