নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৭:২৩। ৭ জানুয়ারি, ২০২৬।

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

ডিসেম্বর ৩১, ২০২৫ ২:২১
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ভোর থেকেই জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা মানুষে ভরে যায়। দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ—সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে হাজির হয়েছেন।

আরও পড়ুনঃ  বেগম খালোদ জিয়া দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন: মিলন

সকাল ৮টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। প্রাথমিকভাবে মরদেহ গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান-২ নর্থ অ্যাভিনিউ বাসভবনে নেয়া হয়।

সকাল ৯টা ১৬ মিনিটে মরদেহ পৌঁছালে তারেক রহমান কিছু সময় কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

আরও পড়ুনঃ  বেগম জিয়া এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন: মিলন

এরপর মরদেহবাহী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হয়। কনকনে শীত, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া উপেক্ষা করেই মানুষ জানাজায় অংশ নিচ্ছেন।

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে আসা ষাটোর্ধ্ব হাজী হাসানুর রহমান বলেন, খালেদা জিয়া রাজনীতি করলেও মানুষের সঙ্গে কখনও প্রতারণা করেননি। উনার মুখের কথা আর অন্তরের কথা এক ছিল। আমি জীবনে কোনো দিন ধানের শীষ ছাড়া ভোট দিইনি।

আরও পড়ুনঃ  রিকশাচালকের সততায় হারানো ফোন, ব্যাগ-অর্থ ফিরে পেলেন মালিক

এদিকে, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিরপুর সড়ক ব্যবহার করে কেউ মানিক মিয়া অ্যাভিনিউতে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।