নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:৫৭। ১৪ জানুয়ারি, ২০২৬।

বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

জানুয়ারি ১৪, ২০২৬ ৮:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর টি-বাঁধে বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ১০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পদ্মা নদীর টি-বাঁধ নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

আরও পড়ুনঃ  হামজাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ঘরোয়া ফুটবলে ২০ দিন বিরতি

গোপন তথ্য অনুযায়ী দুই জন মাদক ব্যবসায়ী পদ্মা নদীর ওপার থেকে একটি নৌকা নিয়ে টি-বাঁধের দিকে আসছে। নৌকাটি টি-বাঁধে আসলে তৎক্ষনাত বিজিবি’র আভিযানিক দল তল্লাশীর জন্য অগ্রসর হলে নৌকায় থাকা ২ জন মাদক ব্যবসায়ী নৌকা থেকে নদীর পাড়ে লাফ দেয়। তখন বিজিবি’র আভিযানিক দল কর্তৃক আসামী (১) মোঃ বাবু (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, (২) মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা মোঃ সাইফুল ইসলাম উভয়ের গ্রাম-চরমাজারদিয়া, পোস্ট- রাজশাহী কোর্ট, থানা-দামকুড়া, জেলা-রাজশাহীকে ধাওয়া দিয়ে আটক করে।

আরও পড়ুনঃ  পায়ুপথে লুকানো ৯৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে একটি খালি ডিজেলের ড্রামের মধ্য হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০২০ পিস জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০২০ পিস, ইঞ্জিন চালিত নৌকা ১টি, মোবাইল ২টি এবং মোবাইল সীম- ৩টি রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।