স্টাফ রিপোর্টার : নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা” এবং পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত “গণভোট ২০২৬ প্রচার-প্রচারণার অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভা’’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
নাটোর জেলা প্রশাসন নাটোর কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে অবহিত হন ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
নাটোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।
এদিকে পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত “গণভোট ২০২৬ প্রচার-প্রচারণার অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায়” প্রধান অতিথি হিসেবের বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ গণভোট সম্পর্কে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম আরো বৃদ্ধি সহ বিভিন্ন নির্বাচন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান সহ উপজেলার সকল পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
