নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৭:৪৫। ২৮ জানুয়ারি, ২০২৬।

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে লেবার পার্টির প্রার্থীর মতবিনিময়

জানুয়ারি ২৭, ২০২৬ ৪:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনের বাংলাদেশ লেবার পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মেজবাউল ইসলাম ।

মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  গরু ফিরেছে, রেজাউল আলম ফেরেননি

মেজবাউল ইসলাম বলেন, বলেন “রাজশাহী বাসীর কল্যাণে কাজ করতে আমাদের একতাবদ্ধ হতে হবে,আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সাংবাদিকদের কল্যাণে আমার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ভূমিকা রাখবো “।

মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নির্বাহী সদস্য ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।

আরও পড়ুনঃ  দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে : ডা. জাহাঙ্গীর

মতবিনিময়কালে মেজবাউল ইসলাম রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।