নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ১২:৪২। ৩১ জানুয়ারি, ২০২৬।

জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে : খন্দকার আব্দুর রাকিব

জানুয়ারি ৩০, ২০২৬ ১০:০৫
Link Copied!

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসাদপুর ইউনিয়নের আমীর আব্দুস সালাম।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ গ্রেপ্তার ৬

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো চাঁদাবাজ, দখলবাজদের আমরা আর ক্ষমতায় যেতে দিবো না ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  এখনও চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার কারণ - ইসি সানাউল্লাহ

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপি নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও সদস্য আব্দুল হামিদ, নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, মান্দা উপজেলা আমীর ডা. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় ঢুকল মার্কিন রণতরী

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।