নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৫৩। ১৪ মে, ২০২৫।

তাহলে কি শেষের পথে কলকাতার ট্রাম অধ্যায়?

আগস্ট ২০, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ কলকাতার ট্রাম অধ্যায়ের ইতিহাস প্রায় দেড়শ বছরের। ঘোড়ার গাড়ির যুগে ১৮৭৩ সালে ট্রাম চালুর পর কলকাতার মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। কিন্তু সময়ের পরিক্রমায় কমতে শুরু করেছে সেই ট্রামের সংখ্যা।

একাধিক ভারতীয় পত্রিকার খবরে জানানো হয়, কলকাতা শহরে যানজটের সমস্যা এড়াতে ট্রামের সংখ্যা কমানোর পদক্ষেপ আগেই শুরু করেছিল পৌরসভা কর্তৃপক্ষ। চলতি বছর তা কমতে কমতে মাত্র ৪ রুটে চলাচল করবে।

আরও পড়ুনঃ  নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ করল ভারত

১৫০ বছরে পা দিচ্ছে কলকাতার ট্রাম
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুখেও শোনা গেল ট্রাম বন্ধের কথা। তিনি বলেন, শহরে ট্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। খিদিরপুর, পার্ক সার্কাস এবং বালিগঞ্জ ছাড়া কলকাতার বাকি সব এলাকায় ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ‘গুজবের রজনি’ পাকিস্তান নিয়ে মিথ্যাচারে মশগুল ভারতীয় মিডিয়া

এ পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, কলকাতার দেড়শ বছরের ইতিহাস ট্রাম অধ্যায় কি সমাপ্তির পথে?
এ বিষয়ে কলকাতার মেয়র বলেন, ঘোড়ায় টানা থেকে ট্রামের সূচনা হয়েছিল। এরপর বিদ্যুতে চলতে শুরু করে। এখন আমাদের লক্ষ্য, দূষণ কমানো। বহু রুটে ব্যস্ত সময়েও ট্রাম ফাঁকা যায়। হেরিটেজ বজায় রাখতেই কয়েকটি রুটে ট্রাম চালু থাকবে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতির পরও পাক হামলা : কড়া বার্তা ভারতের

তিনি আরও বলেন, মেট্রোরেলের কারণে দ্রুত যাতায়াত সম্ভব হচ্ছে। ট্রামে যাতায়াত কমে গিয়েছে। সেজন্যে এই সিদ্ধান্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।