নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:২২। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

মাদারীপুরে বাসচাপায় প্রাণ গেল একজনের,আহত ৪

আগস্ট ২৫, ২০২৩ ৭:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও তিনটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে আকাশ আলী (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গুটিয়া কায়া গ্রামের মিন্টু শেখের ছেলে। তবে আহত চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আহত নুরুল হক নুর ঢাকা মেডিকেলে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে খুলনা শহর থেকে স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে শিবচর থানার ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সিবাজার এলাকার ৩নং ব্রিজের কাছে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায় এবং বৃষ্টির জন্য পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ পথচারীসহ তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল তিনটি দুমড়েমুচড়ে যায়। দাঁড়িয়ে থাকা পাঁচজনের মধ্যে চারজন গুরুতর আহত হন ও একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাচ্চর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ  সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বিষয়ে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।