নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১:২৮। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেল ২০ ক্রীড়া শিক্ষার্থী

নভেম্বর ১৫, ২০২৩ ২:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জন ক্রীড়া শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৭২ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আহমেদ।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় টেন্ডারে অনিয়মের অভিযোগ, ঊর্ধ্বদরে কাজ দেয়ার সুপারিশ

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি খেলোয়াড়দের আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে সহায়তা করবে। খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য।’

আরও পড়ুনঃ  জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের শোক

তিনি আরো বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে পঞ্চম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বাৎসরিক ১২ হাজার টাকা এবং একাদশ থেকে শিক্ষার্থীরা পাচ্ছেন স্নাতক পর্যায়ের বাৎসরিক ২৪ হাজার টাকা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান রতন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।