নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১২:৫০। ১ সেপ্টেম্বর, ২০২৫।

আগস্টে প্রবাসী আয় দুই বিলিয়ন ছাড়াল

সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:১২
Link Copied!

অনলাইন ডেস্ক: আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন (২ দশমিক ২২ বিলিয়ন) ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ হাজার কোটি টাকা। আগের মাস জুলাই ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আগের মাস জুলাইয়ে প্রবাসীরা আয় এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্টে প্রবাসী এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে আগস্ট মাসে সিআই বেড়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া

জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সময় প্রবাসী আয় কমে যায়। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে জুলাই মাসে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেয়। এজন্য জুলাই মাসে প্রবাসী আয় আশঙ্কাজনকভাবে কমে যায়।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় কোডিং ফেস্ট প্রতিযোগীয় চ্যাম্পিয়ন-রানারআপসহ ৩ পুরস্কার জিতল জবি সিএসই

এর আগে প্রবাসী আয় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে চলতি বছরের মে মাস থেকে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়া শুরু হয়। জুন মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে। জুন মাসে প্রবাসী আয় আসে ২৫৩ কোট ৪৬ লাখ মার্কিন ডলার। জুলাই মাসে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের ফলে অন্যতম সর্বোচ্চ প্রবাসী আয় নেমে যায়।

আরও পড়ুনঃ  নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

৫ আগস্ট সরকার পতন হলে প্রবাসী আয় আবার বাড়তে শুরু করে। যা আগস্ট মাস শেষের প্রবাসী আয়ের চিত্রে প্রতিফলিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।