নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৫:১০। ১ জুলাই, ২০২৫।

বাগমারায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:৪৫
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারো’টায় বিদ্যালয় চত্বরে বিক্ষোভ, মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিয়োগ বাণিজ্য, স্কুলের জমি বিক্রয়, অতিরিক্ত ফি আদায়, পানি ও জলের অভাব, দীর্ঘ দিন স্কুলে অনুপস্থিত সহ অস্ত্রের মুখে রেজুলেশনে স্বাক্ষর আদায়ের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে বন্ধুসহ রাবি শিক্ষার্থীকে হেনস্থা-মারপিট

শিক্ষার্থী মুন্নি আক্তার, বায়েজিদ আলী, মারিয়া আক্তার জানান, হেড স্যারের নির্দেশে আমাদের স্কুলের প্রজেক্টর চালু, মটরের বিশুদ্ধ পানি উঠাতে ও পান করতে দেয়া হতো না। যদিও আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল নেয়া হতো। পরীক্ষার অতিরিক্ত ফি আদায় করা হতো। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফি আর ফেরৎ দেয়নি। এ সব নানা অনিয়মের জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থীরা ।

বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (মেলেটাররি) ও প্রধান শিক্ষক মিলে মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন। যার একটি টাকা প্রতিষ্ঠানের ফান্ডে নেই। সেই সাথে প্রতিষ্ঠানের জমি এক ব্যক্তির সাথে বিনিময় করেছেন। যে জমি বিনিময় করেছেন তা ফেরৎ চান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, নিয়োগ বোর্ডে রেজুলেশনে জোর পূর্বক পুলিশ দিয়ে ভয় দেখিয়ে স্বাক্ষর আদায় করিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। এমন কি নিয়োগ বোর্ড শেষে না খাইয়ে সন্ধ্যায় তাদের বাড়ি পাঠানো হয়। সহকারী-প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করছেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে শিশু আবীরের মাথা ও মুখমন্ডল ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে পাষণ্ডরা

বিক্ষোভকারীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার এই মাত্র অপারেশন শেষে হলো। আমি এখন কথা বলতে পারবো না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সরকারি মুঠোফোনে কল দেয়া হলে তিনি সাড়া দেননি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।