নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:৫৫। ১৭ সেপ্টেম্বর, ২০২৫।

চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

মার্চ ২৪, ২০২৩ ৪:৫৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চালককে বেঁধে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি যেন কেউ চিনতে না পারে সে জন্য সেটি খুলে ফেলা হয়েছিল। ব্যাটারি, চাকাসহ অটোরিকশাটির অন্যান্য পার্টস খণ্ড খণ্ড ভাবেই উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন- গোদাগাড়ীর চৌদুয়ার গ্রামের রুবেল হোসেন ওরফে সুজন (৩২), একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে সুমন (২৯), কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মো. ইমন (২৪) এবং বসন্তপুর গ্রামের মো. আপেল (৪২)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

তিনি জানান, গত ১৪ মার্চ সন্ধ্যায় এই চার আসামি রনি ইসলাম (২২) নামের এক চালকের অটোরিকশা ভাড়া করেছিলেন। রনির বাড়ি রাজশাহীর দামকুড়া থানার মুরারীপুর গ্রামে। রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে ওই চারজন গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন।

আরও পড়ুনঃ  বাঘায় খড়ি বোঝাই ভুটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত এক সেনাসদস্য

রাত ৮টার দিকে অটোরিকশাটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে গোদাগাড়ীর জামাদানী এলাকায় এসে পৌঁছালে আসামিরা অটোরিকশা চালকের মুখ চেপে ধরে জোর করে গাড়ি থেকে নামিয়ে ধানী জমিতে নিয়ে যায়। সেখানে হাত ও পা পেছন থেকে বেঁধে তাকে ভুট্টার জমিতে ফেলে দেয়। এরপর তার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশা নিয়ে চলে যায়। এ নিয়ে পরদিন রনি অজ্ঞাত চারজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৬২ মণ্ডপে হবে দুর্গাপূজা : চলছে প্রস্তুতি

এই মামলার প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দরিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে অটোরিকশাটি খোলা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।