নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:৩২। ৫ জুলাই, ২০২৫।

জনসম্মুখে রোজা ভেঙে ফেললেন রাখি!

মার্চ ৩১, ২০২৩ ৭:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারতীয় টেলি তারকা রাখি সাওয়ান্ত। তার করা অভিযোগের ভিত্তিতে আদিল এখন জেলে। স্বামীর সঙ্গে মনোমালিন্য হলেও ধর্মের ব্যাপারে এখনো আগের অবস্থানেই রয়েছেন। রমজান মাসে জীবনের প্রথম রোজা পালন করছেন রাখি। এবার সেই রাখিই কি না জনসম্মুখে রোজা ভেঙে ফেললেন!

এমন চিত্র ধরা পড়ল বিমানবন্দরে। দুপুরবেলা সবুজের ওপর সাদা ফুলছাপ শার্ট আর সাদা প্যান্টে ধরা দিলেন রাখি। চোখে রোদচশমা। আলোকচিত্রীরা তাকে ঘিরে ধরতেই রাখি বলে উঠলেন, ‘রোজা ভেঙে গেল! আমার রোজা ভেঙে গেল!’ সে কী! কেন? জিজ্ঞাসা করতেই চমকপ্রদ জবাব রাখির।

আরও পড়ুনঃ  ‘ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ’

এবার আরও অবাক করে রোজা ভাঙার কারণ জিভ বের করে দেখালেন রাখি। দেখা গেল, তার মুখে চুইংগাম। বললেন, ‘রোজা ভেঙে গেছে, কারণ আমি ভুল করে চুইংগাম চিবিয়ে ফেলেছি!’

আরও পড়ুনঃ  হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

গত বছরের মাঝামাঝি সময়ে গোপনে বিয়ে করেন রাখি ও আদিল। চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। এরপর ধর্ম বদলে নাম পরিবর্তন করে রাখেন ‘ফাতিমা’। ইসলামি রীতিতে হিজাব-বোরকা পরতেও দেখা যায় তাকে। তখন জানিয়েছিলেন, স্বামী ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা রেখেই নাকি ওই সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  একইদিনে সংসার ভাঙার খবর দিলেন দুই অভিনেত্রী

তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার মাস ঘুরতে না ঘুরতেই চিড় ধরে রাখি ও আদিলের সম্পর্কে। শারীরিক নির্যাতন, পরকীয়া ও প্রতারণার অভিযোগে আদিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাখি। সেই অভিযোগের জেরেই আপাতত জেলে রয়েছেন আদিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।