নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ১০:১১। ১৬ জুলাই, ২০২৫।

চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মে ৮, ২০২৩ ১১:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় ২৭১ বোতল ফেনসিডিলসহ আরিফুল হক ওরফে আরিফ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাহাদুরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

আরও পড়ুনঃ  ডা. নাজিব ওয়াদুদের দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল ফেনসিডিলগুলো। আরিফুলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। আসামি আরিফুলের বাড়ি চারঘাটের ইউসুফপুর বাহাদুরপাড়া গ্রামে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।