নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ১১:৫০। ৭ জুলাই, ২০২৫।

বাজারে লিচু, দাম চড়া

মে ৯, ২০২৩ ১১:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে রসালো লিচু। তবে দাম অনেক চড়া। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ৫১২ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩ হাজার ৫০৯ মেট্রিক টন।

সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামেই কিনছেন অনেকে।

সাহেববাজারে লিচু কিনতে এসেছেন মো. পিন্টু। তিনি বলেন, ‘রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। এখন স্বাদও মিষ্টি আছে। এবার বেশ ভালো লিচু বিক্রি হচ্ছে। প্রথম দিনে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা।’

আরও পড়ুনঃ  পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথযাত্রায় তিন রোভার

লিচু বিক্রেতা ফরিদ উদ্দিন বলেন, ‘সারা বছর আমি অন্য ব্যবসা করি। এসময় আম-লিচুর ব্যবসা করি। মূলত আমার ক্রেতারা ঢাকার। তবে আজই প্রথম লিচু এনেছি। তিন হাজার লিচু সকালে এনেছি। বাজারে প্রথম ওঠায় চাহিদা আছে। বিকেল ৫টা পর্যন্ত প্রায় আড়াই হাজার লিচু বিক্রি হয়েছে।’

বাজারে লিচু কিনতে এসেছেন মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি বাজারে লিচু উঠেছে। দাম একটু বেশি। তবে টক হওয়ার ভয়ে কিনিনি। গতকাল কিছু লিচু কিনে নিয়ে গিয়েছিলাম। তবে প্রথম দিক হিসেবে স্বাদ তেমন একটা খারাপ নয়। তাই আজও কিনতে এসেছি।’

আরও পড়ুনঃ  টিআর কর্মসূচিতে প্রযুক্তি-ল্যাব, হাতে-কলমে শিখবে শিক্ষার্থীরা

নগরীর লক্ষ্মীপুর এলাকার শহিদুল ইসলাম বলেন, ‘দেখে তো মনে হচ্ছে এখনো পুষ্ট হয়নি। তারপরও যেহেতু নতুন ফল বাজারে এসেছে, বাসার সবাই মিলে খাবো। এজন্য কিনলাম।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীর বাজারে এখনো লিচু উঠছে বলে আমার ধারণা নেই। তবে শহরের ভেতর থেকে যদি লিচু আসে এগুলো মোজাফরপুরি। এগুলো আগাম হয়। এগুলো হালকা রঙিন হলেই মানুষ বিক্রি করে দেয়। এটার টেস্ট তেমন ভালো না, বিজও বড়। তবে আর মাত্র সাতদিন পরেই ভালো লিচু উঠবে।

আরও পড়ুনঃ  করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, শনাক্ত ২৭

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, লিচু এখনো পরিপক্ক হয়নি। পরিপক্ক হতে আরও ৮-১০ দিন সময় লাগবে। লাল বর্ণ ধারণ করায় অনেকেই নিয়ে চলে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।