স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় কিশোর ইয়াসিন খালাসী (১৬) হত্যা মামলার এক আসামিকে রাজশাহীতে গ্রেফতার করা হয়েছে। তার নাম ইসমাইল বেপারী (১৮)। ভাঙ্গার মিয়াপাড়া গ্রামে তার বাড়ি।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের এক ওয়ার্কশপ শ্রমিক খুনের অন্যতম প্রধান আসামী মোঃ ইসমাইল বেপারী (১৮), পিতা-আওয়াল বেপারী, সাং-মিয়াপাড়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, গত ১০ মে রাতে ভাঙ্গায় ওয়ার্কশপের শ্রমিক ইয়াসিন খালাসীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একটি কিশোর গ্যাং। এই ঘটনার পর থেকেই জড়িতরা আত্মগোপন করেছিল।
র্যাব আরও জানায়, আসামিদের গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অন্যতম অভিযুক্ত ইসমাইল বেপারী রাজশাহী পালিয়ে এসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।