নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ২:৪৭। ১২ জুলাই, ২০২৫।

উপজেলা নির্বাহী অফিসারের সাথে ভোলাহাট প্রেসক্লাবের সদস্যদের সাক্ষাৎ

জুলাই ১০, ২০২৫ ৯:৪৩
Link Copied!

এম. এস. আই শরীফ, ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হোন, জেলার ৫টি উপজেলার মধ্যে প্রশংসার দাবীদার মাত্র ১টি প্রেসক্লাব নিয়ে গঠিত “ভোলাহাট প্রেসক্লাব” এর সকল সাংবাদিকগণ।

ভোলাহাট উপজেলায় যোগদানকৃত মাত্র কয়েক মাসের মধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছেন। বিশেষ করে উপজেলার পাঁ-ফাটা সাধারণ মানুষের সোনার হরিণ হয়ে। তিনি আর কেউ নন, ভোলাহাট উপজেলার কর্ণধার, প্রকৃত সেবক ও একজন আসল গরীবের বন্ধু ও ভাই হিসেবে না হলেও তিনি একজন এ্যাক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট। আবার তিনি ভূমি কমিশনার (ল্যাণ্ড) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

রোববার বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি ভোলাহাট প্রেসক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারীসহ সকল সাংবাদিকদের নিয়ে চা-চক্রে মিলিত হোন।

সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্রে এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি, শেখজী অন্বীক্ষণ গবেষণাগারের চেয়ারম্যান সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাব্বি ও প্রেসক্লাব পিওন মোঃ শামসুদ্দিন গরিবুল।

সৌজন্য সাক্ষাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে উপজেলার সকল সাংবাদিকদের মিলেমিশে কাজ করতে চাই। কারো মধ্যে কোন বিভেদ বা মনোমালিন্য থাকুক এটা কখনই চাই না।

আরও পড়ুনঃ  ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, আপনারা সাংবাদিক সমাজের দর্পণ। আমি এর আগে যেখানে কাজ করেছি, সেখানকার সকল সাংবাদিকদের নিয়ে মিলেমিশে কাজ করলে কোন ত্রুটি-বিচুত্যি থাকে না বা একজন সরকারী কর্মকর্তারাও সঠিকভাবে কাজ স্পৃহা পায়। তাই ভোলাহাট উপজেলার সকল সাংবাদিকদের একই পরিবারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে প্রেসক্লাবের ত্রুটিগুলো সারিয়ে একটা শক্তিশালী প্রেসক্লাবে পরিণত করার চেষ্টার কথায় তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের শিকার 

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাব্বি তার রচয়িত একটি গবেষণামূলক বই উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সাহেবকে। এ সময় সকল সাংবাদিক উপস্থিত বইটি তুলে দিতে অংশগ্রহণ করেন।

ছবিঃ ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান তার কার্যালয়ে স্থানীয় ভোলাহাট প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্র শেষে ১টি বই তুলে দেন সকল সাংবাদিকগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।