নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:৫৬। ১৯ জুলাই, ২০২৫।

রাজশাহীতে বিশেষ অভিযানে ৪ জনসহ মোট গ্রেপ্তার ২৯

জুলাই ১৮, ২০২৫ ৫:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত পংকজ কুমার (৩২), আমিনুল হক রাসেল (৪০), মো: রফিকুল ইসলাম রকি (৪১) ও মো: মেহেদী হাসান নাহিদ (১৭)। পংকজ রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠীতলা এলাকার অনীল চন্দ্রের ছেলে। সে আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আমিনুল একই থানার রানীনগর এলাকার মো: রেজাউল হকের ছেলে, রফিকুল রাজপাড়া থানার মিঠুর মোড় এলাকার মৃত আ: হকের ছেলে এবং মেহেদী কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো: বাবু হাসান ওরফে ঘুটু বাবুর ছেলে।

আরও পড়ুনঃ  প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ পেলেন আরএমপির ৩০ পুলিশ সদস্য

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।