নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৪:২২। ২৩ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রুয়েটে শোক পালন

জুলাই ২২, ২০২৫ ১০:৩১
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকার উত্তরার অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এদিকে এই ঘটনায় রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) রুয়েটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আহতের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অনাকাঙ্খিত এই দুর্ঘটনায় পাইলট সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারী হতাহতের ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। পুরো জাতি এ দূর্ঘটনায় ভীষণ মর্মাহত। রুয়েট পরিবারের পক্ষে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একযোগে সরব যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৫ দেশ

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘এই শোকের সময় আমরা রুয়েট পরিবার মাইলস্টোন স্কুল সহ সংশ্লিষ্ট সকলের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা যেন এই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের রক্ষা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।