নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১১:৪১। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

জুলাই ২৪, ২০২৫ ৫:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহী নগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। গ্রেপ্তার মো. দেলোয়ার (৩৩) হলেন রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের বাসিন্দা মো. গোলাপ হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩২

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই গভীর রাতে নগরীর রানীনগর রেশমপট্টি এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দেলোয়ার সরাসরি জড়িত ছিলেন। ওই দিন রাত পৌনে চারটার দিকে রাজশাহী লক্ষ্মীপুর মোড় থেকে ভিকটিম ও তার স্ত্রী একটি রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাদের রিকশা থামায়।

এরপর ছিনতাইকারীরা হাসুয়া দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন (মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। গভীর রাত হওয়ায় আশপাশে কেউ না থাকায় ভিকটিমদের চিৎকারে কেউ এগিয়ে আসেনি।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিয়ামতপুরে মিলাদ ও দোয়া মাহফিল

পরে ভিকটিম নিজেই বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। ওই মামলার তদন্তে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

আরও পড়ুনঃ  মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব দেলোয়ারকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, গ্রেপ্তার দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।