স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।
পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মামুনুর রহমান (৩৮), মো: সোহানুর রহমান ওরফে মাখন (২৫) ও এস. এম ওমর ফারুক (৫৭)। মামুনুর রহমান রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার মো: মনসুর রহমানের ছেলে, আওয়ামীলীগ কর্মী সোহানুর রাজপাড়া থানার দাসপুকুর মোড় এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টুর ছেলে এবং চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার মৃত মইজুদ্দিনের ছেলে।”
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।