নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:০৪। ৭ নভেম্বর, ২০২৫।

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী

জুলাই ১৯, ২০২৩ ৭:৩৪
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব অভিনেত্রী তাপসী পান্নু। শুধু অভিনয় নয়, বরং প্রযোজনাও করছেন তিনি। রাগী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত এ অভিনেত্রী। যেকোনও বিষয়েই সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে। তবে এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী।

সোমবার (১৭ জুলাই) ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন করেন তাপসী। সেখানে ভক্তরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও করে পোস্ট করেছেন অভিনেত্রী।

অসভ্যতা না করলে আমিও চেঁচাব না, সাবধান করলেন তাপসী

সেখানে এক ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করবেন?’

এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, ‘আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং এখনই বিয়ে করছি না। তবে যখন করব, সবাইকে জানিয়েই করব।’

নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। এছাড়া বর্তমানে ইলিয়ানা ডি’ক্রুজও অন্তঃসত্ত্বা কিন্তু তিনিও এখনও বিয়ে করেননি। এর মধ্যে তাপসীর এই মন্তব্য যেন নেটপাড়ার নতুন বিতর্ক উস্কে দিয়েছে।

নেটিজেনরা বলছেন, এমন কথা বলে আলিয়া-ইলিয়ানাকে খোঁচা দিয়েছেন তাপসী পান্নু।

এদিকে স্পষ্টভাষী তাপসী পান্নুও কিন্তু সিঙ্গেল নন। অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কখনও ব্যক্তিজীবন ও পেশাগত জীবন এক করতে চাইনি। তাই কোনো সহকর্মীর সঙ্গে কখনও প্রেমে জড়াইনি। সবসময় এ বিষয়ে সচেতন ছিলাম।’

প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নেওয়া প্রসঙ্গে তাপসী আরও বলেন, ‘বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে আরও সময় লাগবে আমাদের। সংসার শুরুর পর সিনেমার সংখ্যাও কমিয়ে দিব। বছরে হয়তো ৩-৪টি সিনেমায় আমাকে দেখা যাবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।