নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:১৯। ১২ অক্টোবর, ২০২৫।

বাংলাদেশ সময় কয়টায় ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার?

অক্টোবর ১০, ২০২৫ ৫:২৬
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্খার কারণে এ বছর নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প নোবেল নিয়ে তার সর্বশেষ বক্তব্যেও বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু না করে নোবেল পুরস্কার পেয়েছেন। আর তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এ কারণে তার নোবেল পাওয়া উচিত।

এদিকে আজ শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘোষণা করা হবে নোবেল পুরস্কার। এটি দেবে সুইডেনভিত্তিক নোবেল কমিটি।

আরও পড়ুনঃ  জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

শান্তি পুরস্কারকে নোবেলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল শান্তি পুরস্কার জেতেন প্রফেসর ড. ইউনূস।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট। এছাড়া এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল পেয়েছে। গত বছর জাপানি সংগঠন নিহন হিদানকিওকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এদিকে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ওবামার নোবেল পুরস্কার পাওয়ার সমালোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের ভোটার গাইডলাইন প্রকাশ

ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।