নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৯:১৭। ১৬ অক্টোবর, ২০২৫।

চাকসু নির্বাচন : ফয়জুন্নেসা ও খালেদা জিয়া হলের ফলাফল প্রকাশ

অক্টোবর ১৬, ২০২৫ ৩:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নবাব ফয়জুন্নেসা হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ফল ঘোষণা করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, নবাব ফয়জুন্নেসা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৯১ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২১২ ভোটা। আর জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি পেয়েছেন ২৬৪ ভোট। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন পেয়েছেন ১১৭ ভোট এবং বৈচিত্র্য ঐক্যের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩৩ ভোট।

এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবর রহমান তৌফিক। তিনি পেয়েছেন ৩৪৪ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১৩১ ভোট।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের শঙ্কা কাটল, আন্দোলনে যাচ্ছেন না শিক্ষক-কর্মকর্তারা

অন্যদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি এগিয়ে রয়েছেন। তিনি ৬২২ ভোট পেয়েছেন। আর ছাত্রদলের সাজ্জাদ হৃদয় ৩০৩ ভোট পেয়েছেন। জিএস ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬৮১ এবং ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪৬ ভোট। আর এজিএস পদে ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩৭৬ ভোট এবং ছাত্রদলের ইয়ুবর রহমান তৌফিক পেয়েছেন ৫৩৬ ভোট।

এর আগে, মাস্টার দা সূর্য সেন হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হদয় ১৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ও শিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১৩০ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পদে সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে ও ছাত্রদলের শাফায়েত হোসেন ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

আরও পড়ুনঃ  বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময়, ইঙ্গিত ফিফা প্রেসিডেন্টের

এদিকে, অতীশ দীপঙ্কর হলে ফলাফলে দেখা গেছে, হলে মোট ভোট পড়েছে ৪৯৭টি। ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট ও শিবির মনোনীত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৯০ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৮৩ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ১৬৪ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ২৬৬ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৫ ভোট।

অন্যদিকে, সোহরাওয়ার্দী হলের ফলাফলে ভিপি পদে ১ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নেয়ামত উল্লাহ ফারাবী, জিএস পদে ১ হাজার ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূর নবী সোহান এবং এজিএস পদে রেসালাত লিছান ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিন জনই শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেন।

আরও পড়ুনঃ  রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ও তাদের সমর্থকেরা সারা দিন অবস্থান করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে।

তবে কিছু অভিযোগও উঠেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে—কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে এবং অমোচনীয় কালি উঠে মুছে গেছে বলে অভিযোগ করেছেন তারা। এ ছাড়া ভোটগ্রহণে কিছু অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তারা। তবে এসব অভিযোগ নির্বাচন কমিশন অস্বীকার করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।