নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:০০। ১৭ অক্টোবর, ২০২৫।

ব্রাজিলকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব দিলো ভারত

অক্টোবর ১৬, ২০২৫ ৩:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার ‍বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলকে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ভারত। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন এবং প্রতিরক্ষামন্ত্রী জোসে মুকিও মনটেইরো ফিলহো-এর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজনাথ সিংয়ের প্রস্তাবের জবাবে ব্রাজিলের প্রতিক্রিয়া কী ছিল— সে সম্পর্কে বিবৃতিতে বিশেষভাবে কিছু বলা হয়নি, তবে উল্লেখ করা হয়েছে যে দুই দেশই যৌথভাবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  আফগানিস্তান-পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান সৌদি-কাতারের

এছাড়া দুই দেশের সামরিক ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার মাত্রা ‍বৃদ্ধি, ব্রাজিলকে সমারাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও সামরিক প্রযুক্তিগত সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে।

আরও পড়ুনঃ  ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

ভারতের নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে তৈরি ‘আকাশ’ একটি মধ্যমপাল্লার মোবাইল সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। দেশটির প্রতিরক্ষাবাহিনীতে এই ক্ষেপণাস্ত্রটি অন্তর্ভুক্ত।

আরও পড়ুনঃ  বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি ও রপ্তানিতে জোর দিয়েছে। সরকারের এই নীতির অংশ হিসেবেই ব্রাজিলকে ‘আকাশ’ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারত এই প্রথমবারের মতো কোনো দেশকে ক্ষেপণাস্ত্র বিক্রি বা সরবরাহের প্রস্তাব দিলো।

সূত্র : ফার্স্টপোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।