অনলাইন ডেস্ক : ভারতে দীপাবলী উৎসব উপলক্ষ্যে একটি কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন সেই কোম্পানির মালিক। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে ঘটেছে এ ঘটনা।
আলোচিত সেই কোম্পানিটির নাম মিটস হেলথকেয়ার। চণ্ডিগড়ের পঞ্চকুলা এলাকায় কোম্পানির সদর দপ্তর। মিটস হেলথকেয়ারের মালিক এম কে ভাটিয়া নিজেই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ীর পাশাপাশি সমাজসেবী হিসেবেও পরিচিতি আছে তার। ওষুধ, মেডিকেল সামগ্রী ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন পণ্য তৈরি করে মিটস হেলথকেয়ার।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে পোস্ট করা এক বার্তায় কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তথ্য এম কে ভাটিয়া নিজেই নিশ্চিত করেছেন। বিভিন্ন কর্মী গাড়ি চাবি হস্তান্তরের ছবিও লিঙ্কড ইন পোস্টে শেয়ার করেছেন তিনি।
কর্মীদের উপহার হিসেবে দেওয়া নতুন গাড়িগুলো সেগুলো ভারতীয় কোম্পানি টাটা’র তৈরি টাটা পুঞ্চ এসউভি মডেলের। লিঙ্কড ইন পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এবারই প্রথম নয়, এর আগেও ২০২৩ ও ’২৪ সালে দীপাবলির সময় কর্মীদের উপহার হিসেবে নতুন গাড়ি উপহার দিয়েছিলেন তিনি।
তবে গত দু’বছর ১৫ জন করে কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছিলেন এম কে ভাটিয়া। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫১ জন করা হয়েছে।
গত দু’বছর কর্মীদের টাটা পুঞ্চ এসইউভি মডেলের গাড়িই প্রদান করা হয়েছিল। লিঙ্কড ইন পোস্টে তিনি জানিয়েছেন, কোম্পানির সবচেয়ে নিবেদিতপ্রাণ কর্মীদের এ উপহারের জন্য বাছাই করা হয়েছে।
লিঙ্কড ইন পোস্টে এম কে ভাটিয়া বলেছেন, “আমি তাদের কখনও কর্মী বা স্টাফ বলি না— তারা আমার এবং আমার পরিবারের জীবনে তারা এক একজন রকস্টার সেলিব্রেটির মতো। আমাদের জীবনকে তারা ব্লকবাস্টার করে তুলেছে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এম কে ভাটিয়ার পোস্ট। হাজার হাজার নেটিজেনের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি।
সূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস