নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৫৪। ২৩ অক্টোবর, ২০২৫।

হামজাদের আফগান ম্যাচের ভেন্যু সংকটে

অক্টোবর ২২, ২০২৫ ৯:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলার সুবিধার্থেই মূলত বাফুফে আফগানিস্তান-মিয়ানমার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করবে। ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ থাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে সংকট তৈরি হয়েছে।

আরচ্যারি ফেডারেশন ৮-১৪ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে তারা কয়েক মাস আগেই অনুমতি পত্র নিয়েছে। ফলে এই ভেন্যুতেই এশিয়ান আরচ্যারি করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ‘এশিয়ান আরচ্যারি ফেডারেশন থেকে আমাদের এই ভেন্যু ইতোমধ্যে স্বীকৃতি। এই ভেন্যুকে কেন্দ্র করেই আমরা আবাসন, নিরাপত্তা ও অন্য পরিকল্পনা বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি। ফুটবল ফেডারেশন যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজন করতে পারে করবে কিন্তু আমাদের এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সময়সূচি পরিবর্তন করা সম্ভব না।’

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান নির্বাহী সদস্য গোলাম গাউস। তিনি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে বলেন, ‘১২-১৪ নভেম্বরের মধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আরচ্যারির সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। তাদের সঙ্গে উভয় পক্ষের জন্য মঙ্গলজনক একটি পথ বের করতে হবে।’

বাফুফে ১৪ নভেম্বরের মধ্যে ম্যাচ আয়োজন করলে কিছু বিষয় ছাড় দিতে হবে অথবা সাংঘর্ষিক হবে। কারণ আন্তর্জাতিক ম্যাচের দিন এবং আগের দিনও ভেন্যু ম্যাচ কমিশনারের অধীনে থাকে। ১৪ নভেম্বর আরচ্যারির পদক নিষ্পত্তির খেলা থাকবে। ফলে ম্যাচের দিনও জাতীয় স্টেডিয়ামে আরচ্যারির কর্মকান্ড চলবে। এ নিয়ে আরচ্যারি ফেডারেশনে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের খেলা বিকেল পর্যন্ত। বাফুফে যদি রাতে খেলা আয়োজন করতে পারে আমাদের আপত্তি নেই। যতটুকু সম্ভব আমরা সহায়তা করব।’

জাতীয় স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান উদ্ভুত সমস্যা সম্পর্কে বলেন, ‘একই সময়ে দু’টি খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে আমরা অবগত। যেহেতু আরচ্যারি ফেডারেশনকে আগে অনুমতি দেয়া হয়েছে এবং এশিয়ান আরচ্যারিতে ত্রিশটির বেশি দেশ আসবে। ফলে এশিয়ান আরচ্যারি জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের এমনটাই অবস্থান।’

১৮ নভেম্বর ভারত ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে হামজারা খেলতে পারলে দলীয় সমন্বয় ও প্রস্তুতি অনেকটাই পূর্ণাঙ্গ হতো। এই বিষয়টিও বিবেচনায় রয়েছে এনএসসির, ‘আরচ্যারির টুর্নামেন্ট চলাকালীন সময়ে উভয় (ফুটবল-আরচ্যারি) ফেডারেশনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নির্দেশনা বজায় রেখে ফুটবল ম্যাচ আয়োজন করা সম্ভব হয় কিনা সেটাও আমরা দেখব। যদি সম্ভব হয় না তাহলে ফুটবল ম্যাচ অন্যত্র আয়োজনের বিকল্প ভাবতে হবে।’

২০১৭ সালে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ জাতীয় স্টেডিয়ামেই করেছে আরচ্যারি ফেডারেশন। বছর চারেক আগে অবশ্য আর্মি স্টেডিয়ামে হয়েছে এই আসর। এবার এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ভেন্যু থাকলেও একান্তই ফুটবলের সঙ্গে সমন্বয় না হলে আর্মি স্টেডিয়ামেও বিবেচনা রয়েছে। ‘আরচ্যারি জাতীয় স্টেডিয়ামেই আয়োজনের প্রথম পছন্দ ও প্রাধান্য। এরপরের বিকল্প আরচ্যারির সময়ের মধ্যেই ফুটবল ম্যাচ আয়োজন। সেটা সম্ভব না হলে ফুটবল ম্যাচ অন্য ভেন্যুতে স্থানান্তর। একেবারে সর্বশেষ বিকল্প হচ্ছে আরচ্যারি আর্মি স্টেডিয়ামে স্থানান্তর’, বলেন পরিচালক ক্রীড়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।