নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ২:২৩। ২৪ অক্টোবর, ২০২৫।

মোহনপুর উপজেলা বাকশিসের সম্মেলন অনুষ্ঠিত

অক্টোবর ২৩, ২০২৫ ৫:২৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আজকের শিক্ষকরাই আগামী প্রজন্মকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলবেন। তাই শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বাকশিসকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষক সমাজ জেগে উঠলে জাতি এগিয়ে যাবে।”

প্রধান বক্তা সালমা শাহাদাত বলেন, “বাকশিস শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। শিক্ষকদের আর্থিক, প্রশাসনিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদের সবাইকে সংগঠনের মাধ্যমে একযোগে কাজ করতে হবে।”

সম্মেলনের শেষ পর্বে নতুন কমিটি গঠন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।