নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:৫৩। ২৪ অক্টোবর, ২০২৫।

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা

অক্টোবর ২৩, ২০২৫ ৬:১২
Link Copied!

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে প্রোটিয়ারা। এর আগে তাদের সর্বশেষ জয়টি ছিল ২০০৭ সালে।

রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চতুর্থ দিনে সকালের সেশনে ৪৪ রান তুলতেই বাকি ৬ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট শান মাসুদের দল। এতে জয়ের জন্য মাত্র ৬৮ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। এই লক্ষ্য তারা করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম ৪২ ও রায়ান রিকেলটন ২৫ রানে অপরাজিত থাকেন

তৃতীয় দিনে ৩৫ ওভার ব্যাট করেছে পাকিস্তান। বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান ১৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন তারা। চতুর্থ দিনের প্রথম সেশনে মাত্র ১৪.৩ ওভার টিকেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। দিনের প্রথম ওভারেই ফিফটি তুলে নেন বাবর। তবে এরপর আর সুবিধা করতে পারেননি তিনি। ৫০ রান করেই স্পিনার সাইমন হারমারের শিকার হন বাবর।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। বাবর আউট হওয়ার তিন ওভার পর হারমারের শিকার হন ১৮ রান করা রিজওয়ান। নবম উইকেটে সালমান আগা ও সাজিদ খানের ৩৪ বলে ২৪ রানের জুটিতে কিছুটা এগিয়েছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ২৮ রান করেন সালমান ও ১৩ রান করেন সাজিদ।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন অফ স্পিনার সাইমন হারমার। ৫০ রানে ৬ উইকেট নেন তিনি। এতে টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন হারমার। সেইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে পূর্ণ করেন ১০০০ উইকেট। তবে ম্যাচসেরা নির্বাচিত হন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ, যিনি পুরো ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

টেস্ট শেষ এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে এই দুই দল। ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ১ ও ৪ নভেম্বর যথাক্রমে অনুষ্ঠিত হবে বাকী দুই ম্যাচ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।