নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:২০। ১৩ নভেম্বর, ২০২৫।

আইডি বাগান পাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারী গ্রেফতার

নভেম্বর ১৩, ২০২৫ ৩:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে মাদকের হটস্পটে অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ) মহানগরের রাজপাড়া থানাধীন দাশপুকুর মোরস্থ রেললাইন এ অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আজ বৃহস্পতিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৫) রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন দাশপুকুর মোরস্থ রেললাইন হতে ১৫০ গজ দক্ষিন পার্শ্বে ডকইয়ার্ড মাঠ ভিতর অপারেশন পরিচালনা করে গাঁজা- ১৯০ গ্রাম (৪০ পুড়িয়া), ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৯০ পিস, নগদ টাকা- ৫৫০০। উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেফতারকৃতরা হলেন-মোছাঃ হাসানা হেনা (৬০), পিতা- মৃত রমিজ উদ্দিন, স্বামী- মৃতঃ সাজ্জাদ আলী, সাং-আইডি লক্ষিপুর (বাগানপাড়া), মোঃ ডলার আলী (২৯), পিতা-জালাল আলী, মাতা-মোছাঃ ডলি বেগম, সাং-দাসপুকুর, উভয় থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর, মোঃ মানজার আলী (৪৫), পিতা- মৃতঃ ফয়েজ মুন্সি, মাতা-মৃতঃ আনোয়ারা বেগম, সাং-কাদিপুর, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর ; মোঃ হাফিজুর রহমান (২৫), পিতা- মোঃ সুলতান, মাতা- মোছাঃ হাফিজা বেগম, স্থায়ী সাং- বিলসিকাঠি , থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ, এপি সাং-আইডি লক্ষিপুর বাগানপাড়া, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর এবং ইমন ইসলাম সবুজ (২০), পিতা-মৃত ইনারুল ইসলাম, মাতা-লিলা বেগম, সাং-আইডি লক্ষিপুর বাগানপাড়া, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর ’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।