নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:২৮। ৫ নভেম্বর, ২০২৫।

আগামী দিনে ফরিদপুর-৪ আসন হবে ভ্রাতৃত্বের, সম্প্রীতি, সহাবস্থানের এটা আমার অঙ্গিকার : শহীদুল ইসলাম বাবুল

নভেম্বর ৫, ২০২৫ ৬:০৭
Link Copied!

ফরিদপুর ফরিদপুর : জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের ধানের শীষ প্রতিকের মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, ফরিদপুর-৪ আসন হবে ভ্রাতৃত্বের, সম্প্রীতির, সহাবস্থানের আগামী দিনে। ‘কেউ কোন দল করার কারনে, মতাদর্শের কারনে কেউ আমাদের কাছ থেকে নিপীড়িত হবেন না। এটা আমার অঙ্গিকার’। বুধবার ৫ (নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় শহীদুল ইসলাম খান বাবুলকে ফরিদপুর-৪ আসনে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিকে মনোনীত করায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ভাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি বলেন, ‘আমি ভাঙ্গার মানুষের কাছে বলতে চাই, আমরা কোন হিংসার রাজনীতি করবো না। আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না। আমারা তাদের নিরাপত্বা দিবো। ঢাল হিসেবে তাদের পাশে থাকবো’। এসময় তিনি তাঁর দলীয় নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, ‘দলের নামে কেউ অন্যায়, অপকর্ম করতে পারবেন না, আমি তা বর্দাস্ত করবো না’। ‘আমার বক্তব্য পরিষ্কার- আমি কোন সন্ত্রাসী, চাঁদাবাজির রাজনীতি করি নাই, করবো না এবং কাউকে প্রশ্রয় দিবো না’। ‘আমাকে আপনারা সুযোগ দেন, দেখবেন কেউ এই ফরিদপুর-৪ আসনে কোন রকম দলের নামে কোন অন্যায় সরকারের ক্ষমতায় করতে পারবে না। করতে দেবো না এটা আমাদের অঙ্গিকার’।
প্রধান অতিথি বলেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু সেই ষড়যন্ত্র আস্তে আস্তে খরকুটোর মত ভেসে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসেই ইনশাল্লাহ নির্বাচন হবে। এই ধানের শীষ বাংলার আপামর কোটি কোটি জনতার, প্রায় দুই হাজার শহীদ সহযোদ্ধার রক্তের স্মৃতির ধানের শীষ, এই ধানের শীষ আমাদের ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের সকলের ধানের শীষ। আমাদের শত বছরের যে আত্মত্যাগ, আমাদের যে অসংখ্য শহীদ সহযোদ্ধা, আমাদের যে প্রিয় দেশনেত্রীর যে কঠিন আত্মত্যাগ। এর বিনিময়ে আমরা যে নির্বাচন পেয়েছি, এই নির্বাচনের সুযোগটাকে আমরা যেন যাতে হেলায় না হারাই। আমরা যাতে আর কোন ভেদাভেদ নয়, আর কোন বিভাজন নয়। এছাড়াও যারা ভিন্ন জায়গায় ছিলেন তারা ও আমরা একসাথে কাজ করবো, তারাও আমার কাছে নিরাপদ থাকবেন। ফরিদপুর-৪ আসনের হাজার হাজার মানুষের বিজয় হবে। তাই আসুন দেশ ও জাতীর উন্নয়নের স্বার্থে, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাংগঠনিক শহীদুল ইসলাম বিটু মুন্সীসহ পৌর বিএনপি ও সংগঠনটির সহযোগি সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।