নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:১৮। ১২ অক্টোবর, ২০২৫।

আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

অক্টোবর ৭, ২০২৫ ১১:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান তালে সামলে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বেই তিনি এককথায় অনন্যা। সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা।

বরের সঙ্গে একগুচ্ছ মন ভালো করা ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা আর সঞ্জয়ের দীর্ঘদিনের প্রেমকাহিনি?

আরও পড়ুনঃ  বেনাপোলে ঘুস লেনদেনের অভিযোগ, কাস্টমস কর্মকর্তা ও সহযোগীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই মোড় নেয় ভালোবাসায়, আর পরিণতি পায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর। সেই থেকে তাদের পথচলার বয়স পেরিয়ে গেল ২৬ বছর।

ঋতুপর্ণা নিজেই একাধিক সাক্ষাৎকারে ফাঁস করেছেন তাদের এই মিষ্টি প্রেমের গল্প। অভিনেত্রীর কথায়, ‘তখন আমি সপ্তম শ্রেণির। ও ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া-আসা। বরাবরের গুরুগম্ভীর, পড়াশোনায় ভালো পরে বিদেশে পড়তে গেল।’

আরও পড়ুনঃ  টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

তিনি আরও বলেন, ‘আমার বাবার একটাই চাওয়া, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, ছেলে ভালো পরিবারের হওয়া যাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল মা-বাবা দ্বিতীয় বার ভাবেনি।’

বর্তমানে সঞ্জয় চক্রবর্তী মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে তিনি মূলত সিঙ্গাপুরে থাকেন। এমনকি ঋতুপর্ণার দুই সন্তান ছেলে অঙ্কন ও মেয়ে নিয়ার জন্ম ও পড়াশোনাও হয়েছে সেখানেই। তাই ঋতুপর্ণাকে কলকাতা ও সিঙ্গাপুরে মিলিয়ে মিশিয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ  মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

মাঝেসাঝেই ঋতুপর্ণার ছবির প্রিমিয়ার বা সাকসেস পার্টিতে স্বামীর সঙ্গে দেখা যায় এই টলি-সুন্দরীকে। কখনো কখনো দুই সন্তান অঙ্কন ও নিয়াও পাশে থাকেন তাদের। কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া এবং একইসঙ্গে ক্যারিয়ার সামলানোয় ঋতুপর্ণা যে এক উদাহরণ, তা বলাই বাহুল্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।