নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৩:৩১। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

আশুলিয়ায় শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

জুলাই ২৬, ২০২৫ ৯:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জূলাই) ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৭), একই ইউনিয়নের তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২২) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৮)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমির সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর।

আরও পড়ুনঃ  ‘ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও’

পুলিশ জানায়, ৮ম শ্রেণী পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি। সেই সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে শুক্রবার রাতে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায়। এসময় সেখানে আগে থেকে অবস্থান করা সমিরসহ অভি তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভোর ৪ টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  চার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘গণ-ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিক-ভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’ -ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।