নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৮:১৮। ২১ অক্টোবর, ২০২৫।

ইজিবাইক-অটোরিকশা নম্বরের স্টিকার লাগানো শুরু

নভেম্বর ২৩, ২০২২ ৬:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ইজিবাইক ও অটোরিকশার নম্বর সম্বলিত স্টিকার লাগানো কার্যক্রম শুরু হয়েছে। নগরীতে চলাচলরত অনিবন্ধিত অটো ও চার্জার রিকশা নিয়ন্ত্রণে এ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বুধবার দুপুরে নগর ভবনের সামনে অটোরিকশা ও চার্জার রিকশায় নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শহরের যানজট নিরসনে এবং পথচারীদের নিরাপদে চলাচলের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে রাসিক।

রাসিকের ইজিবাইক, অটোরিকশা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সদস্য ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের মহানগরের সভাপতি লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।