নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:০৯। ১৪ অক্টোবর, ২০২৫।

ইসরায়েল থেকে মুক্তি পেলেন ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি

অক্টোবর ১৪, ২০২৫ ১২:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর হামাস ও ইসরায়েল বন্দিবিনিময় করেছে। সোমবার (১৩ অক্টোবর) সংবাদমধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা থেকে রেডক্রসের হাতে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করে হামাস। পরে তাদের ইসরায়েলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল।

আরও পড়ুনঃ  দেশে ফিরলেন শহিদুল আলম

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শত্রুরা তাদের সামরিক শক্তি ও সেরা গোয়েন্দাদের ব্যবহার করেও বন্দীদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এখন তারা বাধ্য হয়েছে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাঁদের ফেরত নিতে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ফ্রিজের কিস্তির টাকার জন্য কেড়ে নেওয়া হলো ভ্যান, প্রাণ দিলেন চালক

এদিকে বন্দিবিনিময়ের আগে হামাস ইসরায়েলের কয়েকজন বন্দীকে মুক্তির আগে তাদের পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলার সুযোগ দেয়। ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মাতান জাঙ্গাউকার, নিমরোদ কোহেন, ডেভিড ও এরিয়েল কুনিও নামের বন্দীরা হামাস যোদ্ধাদের উপস্থিতিতে তাদের পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলছেন।

আরও পড়ুনঃ  নাটোরে নার্স কোয়ার্টার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তেল আবিবের হোস্টেস স্কয়ারে বন্দী মুক্তির খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক্সে এক বিবৃতিতে লিখেছে, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ সীমান্তে ফিরে আসা বন্দীদের আলিঙ্গন করছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।