পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ওয়ারিশসূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই যিশু মোহাম্মদ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ফুফাতো ভাই বাবর আলীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।
সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যিশু মোহাম্মদ পাইটখালি গ্রামের রবিন ইসলাম রবির ছেলে এবং বাবর আলী একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যিশুর দাদা ও বাবরের নানা হেলাল উদ্দিনের দুই বিঘা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওয়ারিশসূত্রে পাওয়া এই জমি বাবরের পরিবার তার নানার কাছে থেকে কিনেছে বলে দাবি করে আসছিল। অপরদিকে যিশুও সেই জমি বিক্রি হয়নি এবং বাবার সূত্রে সেই জমি নিজের বলে দাবি করে আসছিল। জমিটি বাবরদের দখলে ছিল ও আদালতে জমিটি নিয়ে একাধিক মামলাও চলমান ছিল।
সোমবার বিকাল সাড়ে চারটার দিকে যিশু তার পরিবারের সদস্যদের ও কিছু লোকজন নিয়ে সেই জমির দখল নিতে যায়। এ সময় বাবরও লোকজন নিয়ে তা নিয়ে প্রতিহত করতে আসে। দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে বাবর তার মামাতো ভাই যিশুকে ছুরি দিয়ে ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে। স্থানীয়রা যিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।
স্থানীয় নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জমিটা নিয়ে আদালতে চার-পাঁচটি মামলা চলমান ছিল। এর মধ্যে আজকে দখল কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা মূল অভিযুক্ত বাবরকে অবরুদ্ধ করলে পুলিশ আটক করে নিয়ে গেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হবে। মূল আসামিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

