নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:৪০। ১৪ অক্টোবর, ২০২৫।

জয়ার ফুলে ঘেরা সকাল, ফুটল শীতের রোদ্দুরের হাসি

অক্টোবর ১৩, ২০২৫ ১০:২৫
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিয়মিতই ভক্তদের চমকে দেন নিজের নতুন নতুন ছবিতে। যে পোশাকেই ধরা দেন, দ্যুতি ছড়িয়ে দেন অনায়াসে। তবে শাড়িতে তার আবেদন যেন আলাদা; এবারও যেন তার ব্যতিক্রম ঘটল না।

সাতসকালে মাত্র একটি ছবি, আর তাতেই মুগ্ধতার ঢেউয়ে ভাসছে তার সকল অনুরাগী। নিজেকে ধরা দিলেন রঙিন ফুলের বাগানে, সঙ্গে এক মিষ্টি হাসির ছড়া; পরনে রঙিন শাড়িতে জয়াকে লাগল নজরকাড়া। কানে ভারী গোল সোনালি দুল, হাতে সবুজ রেশমি চুড়ি, ক্যামেরাতে পোজ দিয়ে রীতিমতো ছড়িয়ে দিলেন দ্যুতি।

আরও পড়ুনঃ  সেবা পেতে প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলেন, লিখলেন কবিতার ছন্দে। চার বাক্যে প্রকাশ পেল ভোরের স্নিগ্ধ গান, রোদে মাখা গন্ধে জড়িয়ে এক মায়াবী আহ্বান। জয়া লিখেছেন, ‘হলুদ-তেল মাখা একটি সকাল, ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে, শীতের রোদ্দুরের মতন।’

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় ধুয়ে মুছে গেছে : শফিকুল আলম

পোস্টটি মুহূর্তেই ভাইরাল! মন্তব্যঘরেও ভক্তদের ভালোবাসা-প্রশংসাতে পূর্ণ। কারও মন্তব্য, ‘দারুণ লাগছে’, কারও মন্তব্য, ‘রূপের জাদু ছড়াচ্ছেন’।

দেশের গণ্ডি পেরিয়ে জয়ার এখন ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা, প্রশংসা। অভিনয়ে যেমন তিনি এক শিল্পের গান, দর্শকের কাছেও এক প্রিয় নাম। তবে শুধু পর্দায় নন, ফ্যাশনের মঞ্চেও তার রাজত্ব অবিরাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।